Sunday, December 17, 2017

কুরআন সম্পর্কে কুরআন কী বলে?

=== কুরআন সম্পর্কে কুরআন কী বলে? ===
মহান আল্লাহ মানব জীবনের সকল সমস্যার সমাধানের জন্য শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যে গ্রন্থ অবতীর্ণ করেছেন তাহলো আল-কুরআন। এটা মানুষের জন্য পথ নির্দেশ। আল্লাহ বলেন-
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
নিশ্চয়ই এই কুরআন সেই দিকে পথ দেখায় যা সবচেয়ে সরল। আল-ইস্‌রা, ১৭/৯
>>> কুরআন সত্যসহকারে অবতীর্ণ হয়েছে <<>> কুরআন রসূলের নিজের কোন কথা নয়, কুরআন আল্লাহর ওয়াহী <<>> কুরআন সুরক্ষিত আছে <<>>
কুরআন অনুসরণ করা ফরয কারণ কুরআন আল্লাহর ওয়াহী <<>> কুরআন হল সরল-সঠিক পথ <<>> কুরআন অনুসরণকারীগণই সফলকাম <<>> সম্পূর্ণ কুরআন বিশ্বাস করা ও অনুসরণ করা ফরয <<>> কুরআনের নামে মিথ্যা তাফসির, অপব্যাখ্যা কিংবা মিথ্যা বলা যাবে না <>> একদল কুরআনের প্রতি মিথ্যারোপ করে, অপব্যাখ্যা করে <<>> তারা প্রকৃত সত্য হতে বহুদূরে আছে <<>> যারা কুরআনের নামে মিথ্যা বলে, মিথ্যা তাফসির করে কিংবা অপব্যাখ্যা করে তাদের সাথে বসা যাবে না <<>> কুরআনের কোন কিছু গোপন করা যাবে না <<>> কুরআনের নাম দিয়ে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা যাবে না <<>> কুরআন ছাড়া অন্য কোন তরীকা বা মাযহাব মানা যাবে না <<>> যারা কুরআন প্রত্যাখ্যান করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম <<>> কুরআন প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন <<>> কুরআনের পর রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে <<>> তাওরাত ও ইনজীল কিতাবের সত্যায়নকারী হল কুরআন <<>> মূসার প্রতি অবতীর্ণ তাওরাত কিতাবের সত্যায়নকারী হল কুরআন <<>> ঈসার প্রতি অবতীর্ণ ইনজীল কিতাবের সত্যায়নকারী হল কুরআন <<>> ইন্‌জীল কিতাবের মুহাম্মদ (ﷺ) এর আগমনের সত্যায়ন <<>> পূর্বেই আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন <<<
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ
আর স্মরণ কর, যখন আল্লাহ নবীদের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত প্রদান করেছি, অতঃপর যখন তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারীরূপে কোন রাসূল তোমাদের কাছে আসবে, তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে; তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমরা অঙ্গীকার করলে কি আর এর উপর প্রতিশ্রুতি গ্রহণ করলে কি’? তারা বলল, ‘আমরা অঙ্গীকার করলাম’। আল্লাহ বললেন, ‘তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম’। আলে‘ইমরান, ৩/৮১

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ