Thursday, November 23, 2017

শিশুদের সালাম দেয়া

শিশুদের সালাম দেয়া


শিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নাত এবং তা বিনয়ীর একটি নিদর্শন। আমাদের মহানবী (সাঃ) পথে চলাকালে ছোট শিশুদেরকে সালাম দিতেন।[1]
প্রকাশ থাকে যে, শিশু যদি সালামের উত্তর না দেয়, তাহলে সে গোনাহগার হবে না। কারণ, সে শরীয়তের ভারপ্রাপ্ত নয়। অবশ্
য শিশু বড়কে সালাম দিলে উত্তর দেওয়া জরুরী।[2]
ফুটনোটঃ[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/৬২৪৭, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২১৬৮

[2]. ফাতহুল বারী ১১/৩৫

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ