যখনই আপনি আল্লাহকে ভয় করে জীবন থেকে জাহিলিয়াত কে চিরবিদায় জানাতে চাইবেন, ধীরে ধীরে দ্বীনে আসতে চেষ্টা করবেন। আপনি ঠিক সেই মূহুর্তে উপলদ্ধি করবেন আপনার জন্য দুনিয়ার মধ্যে হালালের পথ গুলো সংকীর্ণ আর হারাম পথ গুলো প্রশস্ত হয়ে যাচ্ছে!
আল্লাহর জন্য যখন আপনি কোন কিছু কুরবানি দিতে প্রস্তুত হবেন সেই মুহূর্ত থেকে চারপাশে থেকে কঠিন সবসব পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনি যখন শুধুমাত্র হালাল উপার্জন খেয়ে জীবনধারণ করতে চাইবেন, হালাল পথে জীবিকা নির্বাহর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন দেখবেন যে টাকা উপার্জনের সহজ কিন্তু "সন্দেহজনক" সব রাস্তাগুলো আপনার সামনে একে একে খুলে যাচ্ছে! এবার বিয়ের ক্ষেত্রে আসুন- আপনি যদি দুনিয়াবি অন্য সব জিনিসকে এক পাশে রেখে শুধুমাত্র দ্বীনকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে চান, দেখবেন যে লোভনীয় এমন সব বিয়ের প্রস্তাব আপনার কাছে স্রোতের বেগে আসছে যেগুলো আপনি আগে কল্পনা ও করতে পারেন নি! এমন সব প্রস্তাব আসবে যাদের কাছে দ্বীন পরের বিষয়, শুধু নামে মাত্র! যাঁদের কাছে ইসলাম পালন অনেক পরের একটা বিষয়!!
আপনি যে মূহুর্তে হিজাব করার সিদ্ধান্ত নিবেন, দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন পর্দার সাথে আপোষ না করার! চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন- যাই ঘটুক পর্দার সাথে আপোষ করবেন না! সেই মূহুর্তে দেখবেন যে এমন সব জায়গায় পড়াশুনা বা চাকরির কিংবা বিয়ের প্রস্তাব আপনি পাচ্ছেন, যার একমাত্র শর্ত হবে হিজাব ছেড়ে দেওয়া,পরিপূর্ণ পর্দা না করা বা পর্দার সাথে আফোস করা!
'সত্যি বলতে কী,
এগুলো কোন কিছুই কিন্তু কাকতালীয় ব্যাপার না। এগুলো আসলে আমাদের জন্য এক একটি সুযোগ। আল্লাহর কাছাকাছি আসার সুযোগ,পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ! এগুলো আল্লাহর কাছে আমাদের প্রমাণ দেওয়ার জন্য সুযোগ; যে হ্যাঁ, আমরা শুধু মুখেই না, আমাদের জীবনেও ইসলামকে বরণ করে নিতে প্রস্তুত।'
এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। তিনি দেখতে চান, আমরা আমাদের সিদ্ধান্তের ব্যাপারে কতটা দৃঢ়, কতটা অনমনীয়। তিনি দেখতে চান তাঁর বান্দা কি তাকে সত্যিই ভালোবাসে? তাঁর বান্দা কি তাঁর জন্য ত্যাগ করতে প্রস্তুত? নাকি সবই ফাঁকা বুলি, মেকি অভিনয়?
হে প্রিয় ভাই/বোনেরা , এই পরীক্ষাগুলোকে সাগ্রহে বরণ করে নিন। মনে রাখবেন, সব ঝড় কিন্তু ধ্বংস বয়ে আনে না। কিছু ঝড় আসে আপনাকে আরো শক্তিশালী , দৃঢ়, মজবুত করার জন্য। ভাই আমার কোন দ্বিতীয় চিন্তা না করে যে কোন ক্ষেত্রে প্রতিটি সন্দেহজনক বিষয় এড়িয়ে চলুন।
যে মুহূর্ত থেকে আপনি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হবেন,আল্লাহর জন্য কুরবানি দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবেন দেখবেন এক আল্লাহর রহমত আর সাহায্যের দুয়ার আপনার জন্য অকল্পনীয় ভাবে খুলে যাবে। তখন আর আপনি কখনোই "না" বলতে ভয় পাবেন না। মনে রাখবেন, আপনার এই "না" বলাটা আসলে আল্লাহকে বলা একটা বিশাল বড় "হ্যাঁ"! হতে পারে আপনার এই 'হ্যা' জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া!
আল্লাহ পবিত্র কুরানে বলেন,
"তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তাঁর রসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত ( সুরা তাওবাঃ১৬)
সুতরাং দুনিয়ার জীবনে আপনি কি আশা করছেন? দুনিয়া তো মুমিনের জন্য সাক্ষাত কারাগার! মুমিন মাত্রই তাকে পরীক্ষার চুল্লীর মধ্য দিয়ে অতিক্রম করতে হবে! এই পরীক্ষায় আসতে পারে জীবনের উপর দিয়ে, ধন-সম্পদের ক্ষতি হয়ে,সন্তান-সন্তাদি হারানোর মধ্যে দিয়ে! যারা এই চুল্লিতে পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হতে পারবে আল্লাহ তাদের জন্যই প্রস্তুত রেখেছেন তাঁর প্রতিশ্রুত নয়নাভিরাম জান্নাত- যা কোন চোখ কোন দিন দেখেনি, কোন হৃদয় কখনো কল্পনা ও করতে পারে নাই!
Subscribe to:
Post Comments (Atom)
সাম্প্রতিক পোষ্ট
"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?
"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...
জনপ্রিয় পোষ্ট সমুহ
-
যৌন উত্তেজনার সময় পানির মতো আঠালো যে তরল পদার্থ বের হয়, তা কি নাপাক? একে “মাযী” বলে। আর তা নাপাক। তা বের হলে উযূ নষ্ট হয়ে যায়। শরমগাহ...
-
গুপ্ত অভ্যাস (হস্তমৈথুন) ব্যবহার করা বৈধ কি? গুপ্ত অভ্যাস (হাত বা অন্য কিছুর মাধ্যমে বীর্যপাত, স্বমৈথুন বা হস্ত মৈথুন) করা কিতাব, সুন...
-
মনোমালিন্য ‘‘সংসার সাগরে দুঃখ-তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।’’ কিন্তু সেই ভেলা ডুবে গেলে আর কার কি সাধ্য? স্বামী যদি স্...
-
*সূরা বাকারা ও সূরা আলে-ইমরানের ফজিলত গুলি কি কি? এবং সুরা বাকারার শেষ দুই আয়াতের অর্থঃ ✔1-রাতে ঘুমানোর আগে সুরা বাক্বারার শেষ ...
-
আপন মামাত, খালাতো, চাচাতো, ফুফাতো বোন, চাচী, মামি, স্ত্রীর বোন বা ভাবীর সাথে মুসাফাহাহ বৈধ কি? যার সাথে পু...
-
কেউ কেউ মনে করেন, আমার মন খুবই পরিস্কার। তাকে আমি মা, খালা, অথবা বোনের মতোই মনে করি ইত্যাদি ইত্যাদি। তাহলে তাঁর সাথে মেলা-মেশা করতে অসুবিধা ...
-
কথা বলার ব্যপারে "ইসলামে"র শিক্ষা কি? ====== ১। কথা বলার পূর্বে সালাম দেয়া। সূরা নূরঃ ৬১ ২। সতর্কতার সাথে কথা বলা। (কে...
-
জাহান্নাম থেকে মুক্তির ১৫টি অসাধারন হাদিস- *১-গীবত থেকে দূরে থাকা- আসমা বিনতে ইয়াযীদ হতে বর্ণিত, নবী (সাঃ) বলেন, “যে ব্যাক্তি তার (মুসলি...
-
# দোয়া_কবুল_না_হওয়ার_কারণগুলো_কি_কি ? ---------------------------------------------------------------------- কিছু পাপ আছে যা বান্দার মা...
-
প্রশ্ন:নাটক, সিনেমা দেখা , গল্পের বই পড়া কি জায়েজ ? =============================== উত্তর : যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালা...
No comments:
Post a Comment