Tuesday, November 7, 2017

জানলে মানতে হবে, আমল করতে হবে এই ভয়ে বা কারনে ইচ্ছাকৃত দ্বীনের জ্ঞান অর্জন না করা কি জায়েজ?

জানলে মানতে হবে, আমল করতে হবে এই ভয়ে বা কারনে ইচ্ছাকৃত দ্বীনের জ্ঞান অর্জন না করা কি জায়েজ?
====================
প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞানান্বেষণ করা ফরজ-চাই সে নারী হোক বা পুরুষ হোক। আমল করতে হবে- এই ভয়ে ইচ্ছাকৃতভাবে দ্বীন থেকে এবং দ্বীন শেখা থেকে মুখ ফিরিয়ে চলা কবীরা গুনাহ বরং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার ১০টি কারণের মধ্যে একটি।
সুতরাং কেউ যদি সুযোগ পাওয়ার পরেও দ্বীনের জ্ঞানার্জন থেকে দূরে সরে থাকে তবে সে মারাত্মক গুনাহে লিপ্ত বরং তার ইসলাম ঝুঁকির মধ্যে রয়েছে। তার জন্য তওবা করা আবশ্যক।
কারও সামনে সুযোগ থাকার পরও ইচ্ছাকৃতভাবে দ্বীন না শিখলে আল্লাহর নিকট কিভাবে এই যুক্তি পেশ করা সম্ভব যে, আমি জানতাম না?

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ