Thursday, January 18, 2018

অতীত ও বর্তমান যুগের মুসলমানদের মধ্যে ব্যবধান

অতীত ও বর্তমান যুগের মুসলমানদের মধ্যে ব্যবধান

প্রণয়নে : আব্দুল হামীদ বিন সিদ্দীক হুসাইন।
সম্পদানায়: আব্দুল্লাহিল হাদী
ভূমিকা: প্রশংসা মাত্র আল্লাহ তা’য়ালার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামগণের উপর।
মুসলমান একটি জাগ্রত, উন্নত এবং বৈপ্লবিক জাতির নাম। যারা অতি অল্প সময়ে সারা বিশ্বে তাদের বিজয়ের শ্লোগান ছড়িয়ে দিয়েছিল। পৃথিবীর এমন কোন প্রান্তর নেই যেখানে ইসলামের বাণী পৌঁছেনি। ফলে তাঁরা মহা সম্মানিত, মহানুভব, মর্যাদাশীল এক বীরের জাতিতে পরিণত হয়ে রাষ্ট্র পরিচালনা, বিচার ফয়সালা, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাকারী, সত্যবাদী ও নিষ্ঠাবান জাতি রূপে পৃথিবীতে পরিচিতি লাভ করে। আর তার মূল কারণ ছিল : তাঁরা সর্বদাই একমাত্র আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর পরিপূর্ণ ঈমান এনেছিলেন এবং আল্লাহ কর্তৃক নাযিল কৃত কিতাব আল কুরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সহীহ হাদীসের উপর অটল ছিলেন। এদু’টি তাদের মূল শক্তি হওয়ার কারণে তারা এক, একক ও দ্বিতীয় আল্লাহর ইবাদত করা এবং তাঁকে ভয় করা ছাড়া আর অন্য কাউকে ভয় পেতেন না। ফলে তারা প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর নিকট আত্মসমর্পণ করে একমাত্র তাঁরই ইবাদত করতো এবং তাঁর সঙ্গে অন্য কাউকেও শরীক স্থাপন করতো না। তারা আল্লাহর উদ্দেশ্যেই তাদের সকল কর্ম সম্পাদন করতো। যেমন আল্লাহ্‌ বলেন:

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ