Tuesday, March 27, 2018

প্রশ্ন: ভাই কোন কোন স্থানে রাসূল (সা:) দুই হাত তুলে মোনাজাত (দুআ) করেছেন?

#প্রশ্ন: ভাই কোন কোন স্থানে রাসূল (সা:) দুই হাত তুলে মোনাজাত (দুআ) করেছেন?
#উত্তর: রাসূল (সা:) মোট চৌদ্দটি (14) টি স্থানে দুই হাত তুলে মোনাজাত (দুআ) করেছেন ৷ তার মধ্যে কেবল মাত্র একটি স্থানে সম্মিলিত ভাবে মোনাজাত করেছেন ৷ বাকি সব স্থানে একাকী মোনাজাত (দুআ) করেছেন ৷ কেবল মাত্র বৃষ্টির জন্য সম্মিলিত ভাবে দুআ করেছেন ৷ তাই বৃষ্টির জন্য ছাড়া সর্ব ক্ষেত্রে সম্মিলিত ভাবে দুই হাত তুলে দুআ করা নিষিদ্ধ ৷
#নিম্নে যে যে স্থানে রাসূল (সা:) দুই হাত তুলে মোনাজাত (দুআ) করেছেন তা বর্ননা করা হল:::::::::::::::::::::::::
-
[1] #বৃষ্টি প্রার্থনার জন্যঃ ----

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ