Saturday, May 5, 2018

পত্র-পত্রিকা, ম্যগাজিন ইত্যাদিতে গল্পের সাথে প্রাণীর ছবি বা কার্টুন অঙ্কণ করা: বিকল্প উপায় কি?

পত্র-পত্রিকা, ম্যগাজিন ইত্যাদিতে গল্পের সাথে প্রাণীর ছবি বা কার্টুন অঙ্কণ করা: বিকল্প উপায় কি? ------------------------------------- ইসলামে প্রাণীর ছবি অঙ্কণ করার ব্যাপারে কঠোর ভাষায় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অঙ্কণকারীদের কঠিন পরিণতির কথা বর্ণিত হয়েছে। তাই যে বা যারা প্রাণীর ছবি বা কার্টুন অঙ্কণ করে তারা গুনাহগার হবে। আল্লাহ ক্ষমা করুন। আমীন। এতে যদি গল্প লেখকের সমর্থন না থাকে তাহলে সেগুনাহ থেকে বেঁচে যাবে। পত্রিকা কর্তৃপক্ষ ইচ্ছে কলে গল্পের সাথে প্রাণীর ছবি না এঁকে বরং গল্পের বিষয় বস্তুর সাথে সঙ্গতি রেখে অন্য কিছুর ছবি (যেমন ফুল, গাছ-পালা, সাগর, নদী, আকাশ ঘরবাড়ি ইত্যাদি) ব্যবহার করতে পারে। অথবা
প্রাণীর ছবি অঙ্কণ করলেও যেন মুখমণ্ডল প্রকাশিত না হয়। কারণ মুখ মণ্ডল প্রকাশিত না হলে তাতে গুনাহ নেই ইনশাআল্লাহ। হাদীসে ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে যে, الصُّورَةُ الرأْسِ ، فإذا قُطِعَ الرأسُ فلَا صُورَةَ “ছবি বলতে মূলত: মাথাকে বুঝায়। মাথা কেটে ফেলা হলে সেটা আর ছবি থাকল না।” (সহীহুল জামে, হা/3864 ) সুতরাং মাথার চোখ, মুখ, নাক, কান ইত্যাদি অবয়ব স্পষ্ট না হলে তাতে কোন গুনাহ নেই ইনশাআল্লাহ। ------------ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ