পকেমোন খেলা বৈধ কি?
দ্বীনী ও আর্থিক নানা ক্ষতির কারণে এ খেলা বৈধ নয়। বৈধ নয় এ খেলার কোন যন্ত্র বিক্রয় ও তার দ্বারা ব্যবসা। (ইবনে জিবরিন, লাজনাহ দায়েমাহ, বিস্তারিত দ্রঃ ফাতাওয়া উলামাইল বালাদিল হারাম ১২৬২-১২৭০ পৃঃ)
বেবিফুট খেলা বৈধ কি?
শিশুর মূর্তির মাধ্যমে হাত দ্বারা পরিচালিত ঐ ফুটবল খেলা বৈধ নয়। যেহেতু তাতে শারীরিক কোন উপকার সাধিত হয় না। পরন্ত অযথা সময় ব্যয় হয়। তাছাড়া তাতে রয়েছে মূর্তি যা ইসলামের ঘোর পরিপন্থী। (লাজনাহ দায়েমাহ)
No comments:
Post a Comment