Sunday, October 15, 2017

ফটোগ্রাফের বা ক্যামেরার ছবিও কি হারাম? ভিডিওর ছবিও কি জায়েয নয়?

ফটোগ্রাফের বা ক্যামেরার ছবিও কি হারাম?


অনেকে বলেছেন, “ক্যামেরার ছবি নিষেধের পর্যায়ভুক্ত নয়।”  কিন্তু নিষেধের কারণ বিশ্লেষণ করলেই তা অবৈধ মনে হয়। তবে পরিচয়পত্র ইত্যাদির প্রয়োজনে তা বৈধ।

যে লেবাসে কোন প্রাণীর ছবি থাকে সে লেবাস পরা বৈধ কি?


যে লেবাসে কোন (বিচরণশীল) প্রাণীর ছবি থাকে, সে লেবাস পরা মুসলিমের জন্য বৈধ নয়। কারণ ছবি ও মূর্তি ইসলামের চরম পরিপন্থী। (ইবনে উষাইমীন)

ভিডিওর ছবিও কি জায়েয নয়?


অনেকে বলেছেন ভিডিওর ছবি গুপ্ত থাকে সময়ে দেখা যায় । সুতরাং তা আয়না ও পানির উপর  প্রকাশিত ছবির মত । তা নিষেধের পর্যায়ভুক্ত নয়। বর্তমান যুগে সে ছবির প্রয়োজনীয়তা অধিকাংশ উলামা অস্বীকার করতে পারে না।


ছবি আঁকলে বা মূর্তি বানালে তা আল্লাহর সৃষ্টির সাথে টেক্কা দেওয়া হয়। কিন্তু আল্লাহর সৃষ্টি বাজ, পায়রা প্রভৃতি পাখিকে মমি করে বাড়িতে সাজিয়ে রাখলে দোষ আছে কি? যেহেতু তা ত মূর্তি নয়।


এ কাজ মূর্তি নির্মাণের সামিল নয় এবং আল্লাহর সৃষ্টিকে টেক্কা দেওয়া ও নয়। তবে তাতে অযথা প্রাণী হত্যা ও অপচয় রয়েছে এবং তা গৃহে মূর্তিস্থাপনের চোরা পথ ও সূসদৃশ। তাই তা বৈধ নয়। ( লাজনাহ দায়েমাহ )

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ