Monday, October 16, 2017

আমি কসম করে তা ভেঙ্গে ফেলেছি। এখন তার কাফফারায় তিনটি রোজা রাখলে যথেষ্ট হবে কি?

আমি কসম করে তা ভেঙ্গে ফেলেছি। এখন তার কাফফারায় তিনটি রোজা রাখলে যথেষ্ট হবে কি?

দশজন মিসকিনকে বস্ত্র দান অথবা খাদ্য দান করার সামর্থ্য থাকলে রোজা করা যথেষ্ট নয়। মহান আল্লাহ বলেছেন,

“আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না তোমাদের নিরর্থক শপথের জন্য, কিন্তু যে সব শপথ তোমরা ইচ্ছাকৃত ভাবে কর, সেই সকলের জন্য তিনি তোমাদের দায়ী করেবেন। অতঃপর তার কাফফারা (প্রায়শ্চিত্ত) হল, দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান করা, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও, অথবা তাদেরকে বস্ত্র দান কর, কিংবা একটি দাস মুক্ত করা। কিন্তু যার (এ সবে) সামর্থ্য নেই, তার জন্য তিনদিন রোজা পালন করা। তোমরা শপথ করলে এটিই হল তোমাদের শপথের প্রায়শ্চিত্ত। তোমরা তোমাদের শপথ রক্ষা কর। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর। (মায়িদাহঃ ৮৯)

খাদ্য দানে দশজনকে এক বেলা পেট ভরে খাইয়ে দিলেই যথেষ্ট। নচেৎ প্রত্যেককে সওয়া এক কিলো করে চাল দিলেও চলবে। সাড়ে বার কিলো চাল দশজন থেকে কম মিসকিনকে দিলেও চলবে।

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ