দোকানের মালিক দোকানে কারবেরে রেখে দোকান চালায়। তাকে বলা হয় অমুক মাল এত টাকায় বিক্রি করবে। কিন্তু সে তার থেকে দশ বিশ টাকা বেশি বলে বেশি টাকাটা নিজের কাছে রাখে। আর মালিকের বলা দাম মালিক পেয়ে যায়। কারবারের ওই টাকা হালাল কি?
বেতনভোগী কর্মচারী বা কারবারের ওই বেশি টাকা নেওয়ার অধিকার নেই। যেহেতু সে মাল তার নয়, তার মালিকের। তার ডিউটির জন্য সে বেতন পায়। সে আমানতদার প্রতিনিধি। বেশি লাভ হলে তার মালিকের হবে, তার নয়। অবশ্য যদি মালিকের সে ব্যাপারে অনুমতি থাকে, তাহলে সে কথা ভিন্ন। (ইবনে জিবরিন)
No comments:
Post a Comment