Monday, October 16, 2017

এমন ব্যবসায়ীকে কি দোকান ভাড়া দেওয়া বৈধ, যেটাতে হারাম জিনিষ বিক্রি করবে? এমন লোককে কি গাড়ি ভাড়া দেওয়া বৈধ, যে গান বাজনার অনুষ্ঠানে যাবে বা মাজারে যাবে? এমন লোককে কি বাড়ি ভাড়া দেওয়া বৈধ, যে তাতে ভিডিও হল করবে অথবা মদ তৈরির কারখানা করবে অথবা সেলুন খুলে দাড়ি চাছবে? এমন লোককে কি বাড়ি ভাড়া দেওয়া বৈধ, যে তাতে সুদী ব্যাংক চালাবে? ওই সকল ভাড়ার অর্থ কি হালাল?

কোন প্রকার অবৈধ কাজের জন্য নিজের বাড়ি গাড়ি বা অন্য কিছু ভাড়া দেওয়া হারাম। যেহেতু মহান আল্লাহ বলেছেন, “সৎ কাজ ও আত্নসংযমে তোমরা পরস্পর সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অতি কঠোর।” (মায়িদাহঃ ২)
আর হারাম কাজে ভাড়া দিয়ে যে অর্থ আসে তা হালাল নয়। যেহেতু মহানবী (সঃ) বলেছেন, “মহান আল্লাহ যখন কোন জিনিসকে হারাম করেন, তখন তার মূল্যকেও হারাম করেন। (আহমাদ, আবু দাউদ, দারাকুত্বনী, ত্বাবারানী, বাইহাকী প্রমুখ)

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ