কোন প্রকার অবৈধ কাজের জন্য নিজের বাড়ি গাড়ি বা অন্য কিছু ভাড়া দেওয়া হারাম। যেহেতু মহান আল্লাহ বলেছেন, “সৎ কাজ ও আত্নসংযমে তোমরা পরস্পর সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অতি কঠোর।” (মায়িদাহঃ ২)
আর হারাম কাজে ভাড়া দিয়ে যে অর্থ আসে তা হালাল নয়। যেহেতু মহানবী (সঃ) বলেছেন, “মহান আল্লাহ যখন কোন জিনিসকে হারাম করেন, তখন তার মূল্যকেও হারাম করেন। (আহমাদ, আবু দাউদ, দারাকুত্বনী, ত্বাবারানী, বাইহাকী প্রমুখ)
No comments:
Post a Comment