ঘুষ দিয়ে চাকুরী দেওয়া নেওয়া বৈধ নয়। চাকুরী দিতে হবে পরীক্ষা বিবেচনার মাধ্যমে যোগ্যতম ব্যক্তিকে। যোগ্যতায় সমান হলে লটারির মাধ্যমে নিতে হবে। ঘুষ খেয়ে কাউকে চাকুরী দেওয়া বা নেওয়া এবং যোগ্য লোকের অধিকার নষ্ট করা বৈধ নয়। ‘আল্লাহর রাসুল (সঃ) ঘুষখোর, ঘুষ দাতা (উভয়কেই) অভিশাপ করেছেন।’ (আবু দাউদ ৩৫৮০, তিরমিজি ১৩৩৩৭, ইবনে মাজাহ ২৩১৩, ইবনে হিব্বান, হাকেম ৪/১০২-১০৩, সহিহ আবু দাউদ ৩০৫৫ নং)
“তুমি ও তোমার মাল তোমার পিতার জন্য”--- এর মানে কি পিতা নিজ ইচ্ছামতো ছেলের মাল খরচ করতে পারে?
পিতা তার ছেলের মাল প্রয়োজনমত খরচ করতে পারে, ইচ্ছামত নয়। (বানি, সিসঃ ২৫৬৪ নং)
No comments:
Post a Comment