Monday, November 27, 2017

নামাজ না পড়া সম্পর্কে ৮০ হুকবার জাল হাদীস

৮০ হুকবার জাল হাদীস


‘‘হুজুরে পাক (ছঃ) ফরমাইয়াছেন : যে ব্যক্তি নামাজ এমনিভাবে ছাড়িয়া দেয় যে, উহার সময় চলিয়া যায়। অতঃপর কাজা পড়ায়ে লয়, জাহান্নামের অগ্নিতে সে এক হোকবা পরিমাণ দগ্ধ হইবে। আশি বৎসরে এক হোকবা। প্রতি বৎসর তিনশত ষাট দিনে ও প্রতিদিন দুনিয়ার একহাজার বৎসরের সমতুল্য হইবে সুতরাং এক হোকবার পরিমান দুই কোটি আষ্টাশি লক্ষ বৎসর।’’  (মাজালেছুর আবরারের উদ্ধৃতিতে ফাজায়েলে নামাজ ৮৯ পৃষ্ঠা)
সম্মানিত পাঠক! এখানেও পূর্বের ন্যায় ঐ একই কান্ড ঘঠিয়েছেন শাইখ যাকারিয়া কান্দাভী হাদীসটি যে জাল তা তিনি নিজের তাহক্বীকের ভিত্তিতে আরবীতে লিখলেও উর্দূ এবং বাংলায় তার অনুবাদ করা হয়নি। হাদীসটি উদ্ধৃত করে তিনি বলে :

كذ فى مجالس الابدا قلت لم أجده فيما عندى من كتب الحيث...

অর্থাৎ ‘‘সামালিসুল আবারার নামক গ্রন্থে এভাবে, লিখা হয়েছে। আমার বক্তব্য হলো, আমার বক্তব্য হলো, আমার নিকটে যত হাদীসের পুস্তক রয়েছে সেগুলোর কোন পুস্তকেই আমি এই হাদীসটি দেখতে পাইনি......। (শাইখুল হাদীস যাকারীয়া কান্ধালভী, ফাযায়েল নামাজ ৮৮-৮৯ পৃঃ। গৃহীত হাদীসের নামে জালিয়াতি ৩৭২-৩৭৩ পৃঃ)

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ