Friday, November 24, 2017

কিবলার দিকে পা করে শোয়া এবং উপুড় হয়ে শুবেন না

কিবলার দিকে পা করে শোয়া


কিবলার দিকে পা করে শোওয়া হারাম নয়। যেহেতু তা হারাম হওয়ার কোন দলীল নেই।

উপুড় হয়ে শুবেন না


একদা রাসুল (সাঃ) এক ব্যক্তির নিকট গেলেন। তখন
সে উবুড় হয়ে শুয়ে ছিল। তিনি নিজ পা দ্বারা তাকে স্পর্শ করে বললেন, ‘‘এ ঢঙের শয়নকে আল্লাহ আয্যা অজাল্লা পছন্দ করেন না।’’[1]
ফুটনোটঃ[1]. আহমাদ ২/২৮৭, ইবনে হিববান, হাকেম ৪/২৭১, সহীহুল জা’মে হা/২২৭০

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ