Friday, November 24, 2017

সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ

সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ


সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করুন। মহানবী (সাঃ) বলেন, ‘‘যে ব্যক্তি রাত্রে সূরা বাক্বারার শেষ দুটি আয়াত পাঠ করবে, তার জন্য সকল বস্ত্তর অনিষ্ট হতে ঐ দুটিই যথেষ্ট করবে।’’[1]
কোন কোন বর্ণনায় আছে, ঐ দুই আয়াত বাড়িতে তিন রাত পাঠ করলে শয়তান সে বাড়ির নিকটবর্তী হবে না অথবা
তা (একবার) পাঠ করলে তিন রাত শয়তান সে বাড়ির নিকটবর্তী হবে না।[2]
ফুটনোটঃ[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫০০৮ , মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/৮০৭

[2]. সহীহ তারগীব ১৪৬৭

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ