Friday, November 24, 2017

মজলিসে বসে থাকা অবস্থায় দু'আ

মজলিসে বসে থাকা অবস্থায় দু'আ


মজলিসে বসে থাকা অবস্থায় বেশী বেশী নিম্নের দু‘আ পড়ুন।  
রাসুল (সাঃ) এই দু‘আ মজলিসে প্রায় ১০০ বার পাঠ করতেন।

رَبِّ اغْفِرْلِيْ وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ

উচ্চারণঃ রাবিবগফিরলী অতুব আলাইয়্যা, ইন্নাকা আন্তাত্ তাউওয়া-বুল গাফূর।
অর্থঃ হে আমার প্রভু! আমাকে ক্ষমা কর এবং আমার তওবা গ্রহণ কর। নিশ্চয় তুমি তওবা গ্রহণকারী মহাক্ষমাশীল।[1]

ফুটনোটঃ[1]. সহীহ তিরমিযী ৩/১৫৩, সহীহ ইবনে মাজাহ ২/৩২১

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ