Tuesday, May 1, 2018

অনেকেই বলে থাকেন বর্তমান সমাজে ভাল নেক্কার স্বামী/স্ত্রী পাওয়া নামি মুসকিল। তাহলে পোষ্টটা পড়ুন

অনেকেই বলে থাকেন বর্তমান সমাজে ভাল নেক্কার স্বামী/স্ত্রী পাওয়া নামি মুসকিল। তাহলে পোষ্টটা পড়ুন হযরত ইব্নু আব্বাস (রাঃ) বলেন যে, এইরূপ মন্দ কথা মন্দ লোকদের জন্যেই শোভা পায়। ভাল কথা ভাল লোকদের জন্যেই শোভনীয় হয়ে থাকে। অর্থাৎ, মুনাফিকরা হযরত আয়িশাহ সিদ্দীকা (রাঃ…আনহা) এর উপর যে অপবাদ আরোপ করেছে এবং তাঁর সম্পর্কে যে জঘন্য কথা উচ্চারণ করেছে তার যোগ্য তারাই। কেননা, তারাই অশ্লীল। হযরত আয়েশাহ (রাঃ…আনহা) সতী-সাধ্বী বলে তিনি পবিত্র কথারই যোগ্য। এ আয়াতটিও হযরত আয়েশাহ (রাঃ…আনহা) এর ব্যাপারে অবতীর্ণ হয়। আয়াতটির পরিস্কার অর্থ এই যে, আল্লাহর রাসূল (সঃ), যিনি সব দিক দিয়েই পবিত্র, তাঁর বিবাহে যে আল্লাহ তা’আলা অসতী নারী প্রদান করবেন এটা অসম্ভব। কলুষিতা নারী কলুষিতা পুরুষের জন্যে শোভনীয়। এজন্যেই মহান আল্লাহ বলেন, লোকে যা বলে তারা তা হতে পবিত্র। এই দুষ্টু লোকদের মন্দ ও ঘৃণ্য কোথায় তারা যে দুঃখ ও কষ্ট পেয়েছে এটাও ক্ষমা ও সম্মানজনক জীবিকা লাভের কারণ। তাঁরা রাসূলুল্লাহ (সঃ) এর স্ত্রী বলে জান্নাতে আদ্নে তাঁর সাথেই থাকবে। একদা হযরত উসায়েদ ইব্নু জাবির (রাঃ) হযরত আব্দুল্লাহ (রাঃ) এর নিকট এসে বলেন,
“আজ আমি ওয়ালীদ ইব্নু উকবা (রাঃ) এর এক অতি মূল্যবান ও উত্তম কথা শুনেছি”। তখন হযরত আব্দুল্লাহ (রাঃ) তাঁকে বলেন, “ঠিকই বটে। মু’মিনের অন্তরে একটি কথা আসে। তারপরে ওটা তার বক্ষের উপর চলে আসে এবং এরপর সে ওটা মুখ দ্বারা প্রকাশ করে। কথাটি ভাল বলে ভাল কথা শ্রবণকারী ওটাকে নিজের অন্তরে বসিয়ে নেয়। অনুরূপভাবে মন্দ কথা মন্দ লোকদের অন্তর হতে বক্ষের উপর এবং বক্ষ হতে জিহ্বা পর্যন্ত চলে আসে। মন্দ লোক ওটাকে শোনা মাত্রই নিজের অন্তরে বসিয়ে নেয়”। অতঃপর হযরত আব্দুল্লাহ (রাঃ) “আল্খাবীছা-তু লিল্খাবীছীনা ওয়াল খাবীছূনা লিল্খাবীছা-তি……এই আয়াতটি পাঠ করেন। [ইব্নু আবি হাতিম (রহঃ)] রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, “যে ব্যক্তি বহু কিছু কথা শোনার পর ওগুলোর মধ্যে যে কথা সবচেয়ে নিকৃষ্ট ওটাই বর্ণনা করে তার দৃষ্টান্ত হলো ঐ ব্যক্তি যে কোন বকরীর মালিকের কাছে একটি বকরী চাইলো। তখন বকরীর মালিক তাকে বললো, “তুমি বকরীর যুথ বা খোঁয়াড়ে গিয়ে তোমরা ইচ্ছামত একটি বকরী নিয়ে যাও”। তার কথামত সে যুথে গিয়ে বকরীর (প্রহরী) কুকুরের কান ধরে নিয়ে আসলো”। [ইমাম আহমদ (রহঃ)] সূত্রঃ তাফসীর ইবনে কাসীর লেখকঃ হাফেজ আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসীর (রহঃ) নিজে ভাল না হয়ে ভাল জীবনসঙ্গী খুজছেন? আগে নিজে ভাল হন। আসুন তওবা করি আল্লাহর ও রাসূলের দেখানো পথে চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করুন,নেক্কার জীবনসঙ্গী দান করেন।

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ