Tuesday, May 1, 2018

বর্তমান সমাজে হক্ব কথা বলতে গেলে মানুষ শুধু অধিকাংশ লোকের দোহাই দিয়ে বলে যে এতো মানুষ কি ভূল করে নাকি। দেখুন অধিকাংশ মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনমাজিদে কি বলেছেন।

বর্তমান সমাজে হক্ব কথা বলতে গেলে মানুষ শুধু অধিকাংশ লোকের দোহাই দিয়ে বলে যে এতো মানুষ কি ভূল করে নাকি। দেখুন অধিকাংশ মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনমাজিদে কি বলেছেন। . (১) ❝বরং অধিকাংশই বিশ্বাস করে না❞ - বাক্বারাহ ১০০ (২) ❝কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না❞ - বাক্বারাহ ২৪৩ (৩) ❝আর অধিকাংশই হল পাপাচারী❞ - ইমরান ১১০ (৪) ❝তাদের অধিকাংশ সলা-পরামর্শ ভালো নয়❞ - নিসা ১১৪ (৫) ❝আর তোমাদের অধিকাংশই অবাধ্য❞ - মা'য়িদাহ ৫৯ (৬) ❝এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইল❞ - মা'য়িদাহ ৭১ (৭) ❝তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই❞ - মা'য়িদাহ ১০৩ (৮) ❝কিন্তু তাদের অধিকাংশই জানে না❞ - আন'আম ৩৭ (৯) ❝কিন্তু তাদের অধিকাংশই মূর্খ❞ - আন'আম ১১১ (১০) ❝আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে❞ - আন'আম ১১৬ . অধিকাংশ বোঝাতে আল্লাহ তা'আলা মূলত 'আকসার' (ﺍﻛﺜﺮ ) শব্দটি ব্যবহার করেছেন (আকসারা = অধিকাংশ, আকসারাহুম = তাদের অধিকাংশ, আকসারাকুম = তোমাদের অধিকাংশ, আকসারাননাস = অধিকাংশ মানুষ)। এবং এক্ষেত্রে আর বলাই বাহুল্যঃ অধিকাংশ ক্ষেত্রেই এই ❝অধিকাংশ❞ বিশেষণ ব্যবহৃত হয়েছে আমাদের বিভিন্ন দুষ্কর্ম আর দোষত্রুটির উল্লেখ পূর্বক, আল্লাহ মাফ করুন। অতএব, আল্লাহ তা'আলার নির্দেশ, রাসূল (সাঃ) এর নির্দেশ এবং রাসূল (সাঃ) এর সুন্নাহর আলোকে কোন দীনদার মানুষ আমাদেরকে কোন উপদেশ দিলে বা নিষেধ করলে আমরা যারা সেসবের বিপরীতে যথাক্রমে "কই কাউকে তো করতে দেখলাম না" আর "সবাইই তো করে" যুক্তি দাঁড় করাই, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, তাঁর দীনের সঠিক জ্ঞান-বুঝ এবং সেই অনুযায়ী যথাযথ 'আমাল করার তওফিক দান করুন। আল্লাহুমাহদিনাস সিরাত আল-মুস্তাক্বীম। আমিন। .

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোষ্ট

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার"?

"যারা facebook চালায় তারা কখনই ভাল মুসলিম হতে পারে না" "FB তো ইহুদীর আবিষ্কার" . "আপনি এত ইসলাম মানেন তাহলে f...

জনপ্রিয় পোষ্ট সমুহ